সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল দরবাশ শরীফে দেশের অন্যতম বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান দেশের বিভিন্ন স্থানে থেকে ঈদের জামাতে শরীক হতে আসে। এছাড়া চন্দ্রপাড়া দরবার শরীফে ও অসংখ্য ভক্ত এবং ধর্মপ্রাণ মুসল্লীগণ ঈদের নামাজ আদায় করে থাকেন। অত্র উপজেলার উপজেলা পরিষদ মসজিদে ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তাছাড়াও অত্র উপজেলায় বেশ কয়েকটি ঈদগাহ রয়েছে। এখানে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করে থাকেন। নিম্নে বিভিন্ন ইউনিয়নের উল্লেখযোগ্য কতিপয় ঈদগাহের নাম দেওয়া হল:
ক্রমিক নং | ঈদগাহের নাম | যে ইউনিয়নে অবস্থিত | মন্তব্য |
০১ | বিশ্ব জাকের মঞ্জিল ঈদগাহ | সদরপুর | |
০২ | চন্দ্রপাড়া দরবার শরীফ ঈদগাহ | ঢেউখালী | |
০৩ | জাকেরডাঙ্গী ঈদগাহ | চরবিষ্ণুপুর | |
০৪ | আকোটেরচর ঈদগাহ | আকোটেরচর | |
০৫ | চরবন্দরখোলা ঈদগাহ | চরমানাইর | |
০৬ | বাবর আলী মোল্লারকান্দি ঈদগাহ | চরনাছিরপুর | |
০৭ | নুরুদ্দিন সর্দারকান্দি ঈদগাহ | নারিকেলবাড়ীয়া | |
০৮ | ৩৩ নং ডিক্রিরচর ঈদগাহ | ভাষাণচর | |
০৯ | শৌলডুবী ঈদগাহ | কৃষ্ণপুর |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস