Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঈদগাহ

সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল দরবাশ শরীফে দেশের অন্যতম বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান দেশের বিভিন্ন স্থানে থেকে ঈদের জামাতে শরীক হতে আসে।  এছাড়া চন্দ্রপাড়া দরবার শরীফে ও অসংখ্য ভক্ত এবং ধর্মপ্রাণ মুসল্লীগণ ঈদের নামাজ আদায় করে থাকেন। অত্র উপজেলার উপজেলা পরিষদ মসজিদে ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তাছাড়াও অত্র উপজেলায় বেশ কয়েকটি ঈদগাহ রয়েছে। এখানে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান  ঈদের নামাজ আদায় করে থাকেন। নিম্নে বিভিন্ন ইউনিয়নের উল্লেখযোগ্য কতিপয় ঈদগাহের নাম দেওয়া হল:

 

ক্রমিক নংঈদগাহের নামযে ইউনিয়নে অবস্থিতমন্তব্য
০১বিশ্ব জাকের মঞ্জিল ঈদগাহসদরপুর 
০২চন্দ্রপাড়া দরবার শরীফ ঈদগাহঢেউখালী 
০৩জাকেরডাঙ্গী ঈদগাহচরবিষ্ণুপুর 
০৪আকোটেরচর ঈদগাহআকোটেরচর 
০৫চরবন্দরখোলা ঈদগাহচরমানাইর 
০৬বাবর আলী মোল্লারকান্দি ঈদগাহচরনাছিরপুর 
০৭নুরুদ্দিন সর্দারকান্দি ঈদগাহনারিকেলবাড়ীয়া 
০৮৩৩ নং ডিক্রিরচর ঈদগাহভাষাণচর 
০৯শৌলডুবী ঈদগাহকৃষ্ণপুর