সদরপুর উপজেলা ফরিদপুর জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম খ্যাতি সম্পন্ন উপজেলা। এখানে অনেক পীর আউলিয়া, সরবেশসহ বহু জ্ঞানী গুনী লোক বাস করেন। অত্র উপজেলার ৩টি ইউনিয়ন পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদ দ্বারা বেষ্টিত। চরাঞ্চলের অধিকাংশ লোক বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত এবং জীবন যাত্রার মান দারিদ্রসীমার নীচে। অত্র উপজেলার অধিকাংশ মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করা প্রয়োজন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সদরপুর উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত সদরপুর গড়াই আমাদের সকলের লক্ষ্য।
উপজেলা নির্বাহী অফিসার
সদরপুর, ফরিদপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস