সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-আরিচা জাতীয় মহাসড়ক পথে পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলদিয়া হয়ে ফরিদপুর জেলা সদর। সেখান থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া থেকে ১২ কিলোমিটার পার হলেই সদরপুর উপজেলা পরিষদ। এছাড়া ঢাকা -মা্ওয়া মহাসড়কে শ্রীনগর হয়ে সড়ক পথে মোকসেদপুর ঘাট থেকে ট্রলার/ স্পীডবোটে মাদ্রাসা ঘাটে নেমে সড়ক পথে সদরপুর পৌছা যায়। এই পথে সময় কম লাগে। তাছাড়া নদী পথে ঢাকার শোয়ারী ঘাট থেকে ট্রলারে করে সদরপুর পৌছা যায়। সাধারণত পন্য পরিবহনের জন্য এই রূট ব্যবহার করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস