১. উপজেলা রাজস্ব অফিস সমূহের কার্যক্রম তত্ত্বাবধান ও পরিবীক্ষন
২. ভূমি উন্নয়ন কর আদায়ে সার্বিক তত্বাবধান
৩. কৃষি ও অকৃষি খাস জমি এবং অন্যান্য সরকারী সম্পত্তি বন্দোবস্ত প্রদান।
৪. সরকারী কর বহিভূত রাজস্ব আদায় এবং এ সংক্রান্ত হিসাব বিবরনী সরকারের কাছে প্রেরণ।
৫. রাজস্ব সংক্রান্ত অভিযোগ তদন্ত ।
৬. হাট-ব্যবস্থাপনা ও উন্নয়ন।
৭. হাট-বাজারের পেরীফেরী সম্পর্কিত।
৮. জলমহালসহ অন্যান্য মহলের ব্যবস্থাপনা।
৯. অর্পিত, খাস, পরিত্যাক্ত সম্পত্তি ও বিনিময় সম্পত্তি ব্যবস্থাপনা।
১০. শিখস্তি জমির এলুভিয়ান লাইন এবং পয়স্থি জমির ডাইলুভিয়ান লাইন প্রস্তত করণ।
১১. সরকারী স্বার্থ সংক্রান্ত ভূমি অবৈধ দখল হতে উদ্ধার ও খাস জমি পূনরুদ্ধার।
১২. উপজেলা রাজস্ব সম্মেলন আয়োজন।
১৩. কৃষি ও অকৃষি খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন।
১৪. দরিদ্র ও ভূমিহীনদের জন্য সরকারের পূনর্বাসন কর্মসূচী যেমন আশ্রয়ন, আবাসন, আদর্শ গ্রাম, গুচ্ছগ্রাম এবং জলবায়ু দূর্গত মানুষের পূনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন ও তদারকি।
১৫. রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদেন সংস্থাপন বিষয়াদি।
১৬. মোবাইল কোর্ট পরিচালনা।
১৭. নির্বাহী ম্যাজিস্ট্রেট সংক্রান্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ।
১৮.জেনারেল সার্টিফিকেট আদালত পরিচালনা।
১৯. দাঙ্গা, হরতাল, রাজনৈতিক উত্তেজনা, শ্রমিক অসন্তোষ ইত্যাদি জরুরী প্রস্ততির সময় জনশৃঙ্খলা বিধান।
২০. বিবদমান পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা রাখার জন্য ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মতে ব্যবস্থা গ্রহণ।
২১. মাদক দ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রন।
২২. এসিড অপব্যবহার রোধ।
২৩. নারী ও শিশু নির্যাতন রোধ
২৪. বাল্য বিবাহ রোধ
২৫. যৌতুক নিরোধ
২৬. জঙ্গিবাদ দমন।
২৭. নারী ও শিশু পাচার রোধ
২৮. চোরাচালান প্রতিরোধ
২৯. হন্ডি ব্যবসা নিয়ন্ত্রন
৩০. জাল নোট প্রচলন রোধ
৩১. যৌন হয়রানী(ইভটিজিং) প্রতিরোধ
৩২. উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন।
৩৩.অপরাধ প্রবনতা হ্রাসে কার্যকর উদ্যেগ গ্রহণ।
৩৪. পর্যটন স্পটের নিরাপত্তা বিধান ও প্রাকৃতিক পরিবেশ বজায় রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
৩৫. কে পি আই সমূহের নিরাপত্তা প্রদান ।
৩৬.উপজেলার সার্বিক ব্যবস্থার উপর পাক্ষিক গোপনীয় প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ।
৩৭. বিশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গোপনীয় প্রতিবেদন প্রেরণ।
৩৮.পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র গোপনীয় কাগজপত্র সাময়িক হেফাজত করণ ও ব্যবস্থা গ্রহণ।
৩৯.দূনীতি প্রতিরোধে দূনীতি দমন কমিশনকে সহযোগিতা প্রদান।
৪০. দূনীতি প্রতিরোধে গণসচেতনা সৃষ্টির উদ্যোগ গ্রহণ।
৪১. বিভিন্ন সামাজিক সমস্যা যেমন যৌন হয়রানী, নারী নির্যাতন, মাদক সেবন, যৌতুক, বাল্য বিবাহ ইত্যাদি নিরসনে সামাজিক সচেতনা বৃদ্ধির লক্ষ্যে
জনসাধারনের সাথে মতবিনিময় এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসাধারণকে উদ্ভুদ্ধকরণ।
৪২. জনগণকে সম্পৃক্ত করে স্থানীয় ভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।
৪৩. সরকারী নতুন কর্মসূচী সম্পর্কে জনসাধারণকে অবহিত করণ এবং কর্মসূচী বাস্তবায়নের লক্ষে জনসাধারণকে উদ্ভুদ্ধকরণ।
৪৪. মুক্তিযোদ্ধাদের তালিকা ভূক্তি করনে সহযোগীতা প্রদান।
৪৫. মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন।
৪৬. মুক্তিযোদ্ধারে স্মৃতি বিজড়িত স্থানসমূহ চিহ্নিতকরণ ও সংরক্ষন কার্যক্রম গ্রহণ।
৪৭. নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্টানের অর্পিত দায়িত্ব পালন।
৪৮.সবধরণের নির্বাচনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন।
৪৯. নির্বাচন কমিশন কর্তৃক সময় সময় অর্পিত দায়িত্ব পালন।
৫০. চোরাচালান টাস্কফোর্স এর অভিযান পরিচালনা।
৫১. আদম শুমারী সুষ্ঠু ও সঠিক ভাবে সম্পাদনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
৫২. ত্রাণ ও পূনর্বাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন।
৫৩. দূর্যোগ ক্ষতিগ্রস্থ এলাকা তৎক্ষনিক পরিদর্শন এবং ব্যবস্থাপনা গ্রহণ।
৫৪. কাবিখা/কাবিটা/গ্রামীন অবকাঠামো রক্ষনা বেক্ষনের কর্মসূচীর সুষ্ঠু বাস্তবায়ন।
৫৫. ভিজিডি, ভিজিএফ সুষ্ঠু বাস্তবায়ন।
৫৬.অতি দরিদ্রের জন্য কর্মসৃজন, কর্মসূচী বাস্তবায়ন।
৫৭. সময় সময় সরকার কর্তৃক গৃহীত অন্য যেকোন ত্রাণ ও পূনর্বাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত সামাজিক নিরাপত্ত কর্মসূচী বাস্তবায়ন।
৫৮.খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন।
৫৯. খাদ্য গুদামের বার্ষিক ভেরিফিকেশন প্রতিবেদন প্রেরণ।
৬০.ভেজাল খাদ্য প্রতিরোধে মোবাইল কোট পরিচালনা।
৬১. ওএমএস এবং ফেয়র প্রাইসের মাধ্যমে খাদ্য শস্য বিক্রয়, ডিলার নিয়োগসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন।
৬২. শ্রম আইনে মোবাইল কোর্ট পরিচালনা।
৬৩.মুক্তিযোদ্ধ, প্রতিবন্ধী, বিধবা/স্বামী পরিত্যাক্ত, প্রসূতিকালীন ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি বিতরণ কার্যক্রম বাসতবায়ন ও তদারকি।
৬৪. পেনশন ও পারিতোষিক, যৌর্থ বীমা ও কল্যাণ তহবিল এবং চিকিৎসা জনিত ও পিএলআর গমনকারীদের সাহায্যের আবেদনের প্রক্রিয়া করণ।
৬৫.বিদ্যালয় গমন উপযোগী শতভাগ শিশু ভর্ত্তি কার্যক্রম, ঝরেপড়া রোধ কার্যক্রম, পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি অর্থ ছাড় করণ।
৬৬.উপজেলার শ্রেষ্ট শিক্ষক, শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন।
৬৭. কাব দল গঠন ও কার্যক্রম বাস্তবায়ন।
৬৮.নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম বাস্তবায়ন।
৬৯.বিদ্যালয় নির্মান, মেরামত ও সংস্কার এবং অগ্রাধিকার তালিকা প্রনয়ন ও বাস্তবায়ন।
৭০. জেএসসি, জেডিসি, এসএসসি ও সমমানের পরীক্ষার নকল ও দূনীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠান বাস্তবায়ন।
৭১. নোট বই/ গাইড বই প্রকাশ ও মূদ্রন বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।
৭২. এইচএসসি ও ডিগ্রী পরীক্ষা সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে গ্রহণ বাস্তবায়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS