অত্র উপজেলায় আটরশিতে পীর হযরত মওলানা মুহাম্মদ হাসমত উল্লাহ নকশ বন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) সাহেবের দরবার শরীফ তথা বিশ্ব জাকের মঞ্জিল ও থানা সদর হতে ৪ মাইল পূর্বে ঢেউখালী ইউনিয়নে চন্দ্রপাড়া পীর সাহেবের পাক দরবার শরীফ অবস্থিত। উক্ত দুটি স্থানে প্রতিদিন অসংখ্য মুরিদান ও দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়াও সদরপুর উপজেলা সদর হতে ৪ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে ২২ রশি জমিদার বাড়ি দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য। জমিদার বাড়ীটি সংস্কার করা গেলে এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেত। আড়িয়াল খা নদের উৎপত্তিস্থলে পদ্মা নদীর দৃশ্য অত্যন্ত আকর্ষণীয়। এ ছাড়া জাস্টিস ইব্রাহিম সাহেবের জন্মস্থান অত্র উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS